Ainer Asroy Ainer Asroy Author
Title: সহজে হয়ে উঠুন আরো ফর্সা আরো রূপসী
Author: Ainer Asroy
Rating 5 of 5 Des:
ত্বক নিয়ে টেনসন আর নয়।  আজ আপনাদের জন্য নিয়া এসেছি এক মজার পদ্ধতি।  যার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আরো ফর্সা আরো রূপসী।  ত্বকের রং ধীরে ধ...
ত্বক নিয়ে টেনসন আর নয়।  আজ আপনাদের জন্য নিয়া এসেছি এক মজার পদ্ধতি।  যার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আরো ফর্সা আরো রূপসী।  ত্বকের রং ধীরে ধীরে হয়ে উঠবে আরো উজ্জল আরো ফর্সা। বিশ্ব মানের বিউটিশিয়ান দের পরামর্শ থেকে করা আজকের এই ব্লগ। যা আপনাদের জন্য হয়ে উঠবে আরো ফর্সা হওয়ার এক গুরুমন্ত্র।  চলুন এ সম্পর্কে আলোচনা করা যাক। 
সম্পর্ণ পাকৃতিক উপায়ে বলে কোনো পার্শপ্রতিক্রিয়ার ঝুকি নেই।




সহজে হয়ে উঠুন আরো ফর্সা আরো রূপসী




ত্বক ফর্সা করার উপায় সমূহ 



ফ্রুট মাস্ক 
ঘরে বসেই একসাথে ত্বক পরিস্কার করতে , ত্বকের পোড়া দাগ ,কালো দাগ দূর করতে ,ও উজ্জলতা ফিরিয়ে আনতে বেবহার করতে পারেন শসা ও তরমুজের মাস্ক। 

ঘরোয়া ব্লিচ 
ত্বক ফর্সা করতে ঘরোয়া ব্লিচ এর জুরি নেই।  এটি অত্যন্ত সহজ কাজ।  এর জন্য লাগবে সুধু মাত্র টমেটো। 
টমেটোর ভেতর থেকে পাল্প বের করে ভালো মত চটকে নিন।  একটু লেবুর রস মিশিয়ে পুরু মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সাবান লাগাবেন না।  দেখবেন নিমিষেই চেহারাটা কেমন ঝলমলে হয়ে উঠেছে। 

ব্যবহার বিধি 
  • সসার রস ২ টেবিল চামচ 
  • তরমুজের রস ২ টেবিল চামচ 
  • টক্ দই ১ চা চামচ 
সবকিছু একসঙ্গে মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগান। ১৫ মিনিট পর মুখ ভালো করে ধুয়ে নরম কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মোছে ফেলুন। তরমুজ আপনের তবক পরিস্কার করবে এবং পুরা ভাব তুলে উজ্জলতা দিবে।  আর সসা আপনের কালো ভাব কাটাবে। দই আপনের তবক নরম ও টানটান রাখবে।


প্রোটিন ফেসপ্যাক 
দই ,কলা ,ডিম এই জিনিস গুলো শুধু শরীরের জন্য উপকারীই নয় আপনের তবক ফর্সা করার এক মন্ত্র। এই প্যাক বেবহার এর মধ্যমে ত্বকে আসবে উজ্জলতা। 


ব্যবহার বিধি 
  • অর্ধেক কলা 
  • ১ টি ডিমের সাদা অংশ 
  • ১ টেবিল চামচ 
কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও  দই এর সঙ্গে মিশিয়ে নিন।  পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পুরো মুখ ভালো করে ধুয়ে নিন এবং নরম কাপড় অথবা তোয়াল দিয়া মোছে নিন। 

কিছু দিন ব্যবহার করার পর আপনি নিজেই টের পাবেন আপনের অবস্থান।  সম্পর্নু পাকৃতিক উপায় বিধায় কোনরকম ক্ষতিকর প্রভাব নেই 

ভালো লাগলে কমেন্ট করে জানাবেন 
ভালো থাকবে সবাই।  আল্লাহ হাফেজ। 
08 Jul 2015

About Author

Advertisement

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top